ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে ভর্তি শুরু ৬ ফেব্রুয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
হাবিপ্রবিতে ভর্তি শুরু ৬ ফেব্রুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের লেভেল-১ ও সেমিস্টার-১ এর ভর্তি বুধবার (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনার শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, বুধবার (৬ ফেব্রুয়ারি) ‘এ’ ও ‘জি’ ইউনিট এবং বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।

এছাড়া সোমবার (১১ ফেব্রুয়ারি) সব ইউনিটের অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। অপেক্ষমান তালিকা থেকে প্রতিবেদন জমা দেওয়াদের মধ্যে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ‘এ’ ও ‘জি’ ইউনিট এবং বুধবার (১৩ ফেব্রুয়ারি) ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd)- এ পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।