সোমবার (১১ ফেব্রুয়ারি) মাউশির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং আওতাধীন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, অত্র অধিদপ্তরের কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারক চক্র টেলিফোন বা মোবাইল ফোনে নানাভাবে হয়রানি করছে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মোহাম্মদ শামসুল হুদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিতকরণ এবং সংশ্লিষ্ট থানায় জানানোর জন্য অনুরোধ করা হলো।
মাউশির কর্মরত সব কর্মকর্তাদের নাম ও টেলিফোন নম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া আছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এমআইএইচ/জেডএস