জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইতোমধ্যে নিয়মিতদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে। তবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এখনো সিট বরাদ্দ দেওয়া হয়নি। তবে তাদেরকে বিভিন্ন হলের সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সিট বরাদ্দ দেওয়া হবে।
বিগত বছরগুলোতে ক্লাস শুরু হওয়ার আগের দিন থেকেই প্রথম বর্ষের শিক্ষার্থীরা বরাদ্দকৃত স্ব-স্ব হলে ওঠেন। এবারও এ সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২০১৮-১৯ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।