বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি) দুপুর ১২টার মধ্যে ডাকসু’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আপিল করেন তারা।
এ বিষয়ে নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার এসএম মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ডাকসুতে সাতজনের প্রার্থিতা বাতিল হয়েছিল।
বুধবার প্রকাশিত তালিকায় তথ্যে অসম্পূর্ণতা দেখিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এআরএম আসিফুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়ে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হন।
আপিল করার পর বাংলানিউজকে তিনি বলেন, আমার সব তথ্য ঠিক ছিল। তারপরেও আমার মনোনয়ন বাদ দেওয়া হয়। আমার সম্পর্কে যা বলা হয়েছিল তা সত্য নয়। এ সংক্রান্ত সব প্রমাণ আমার কাছে আছে। আমি আশা করছি, প্রার্থিতা ফিরে পাবো, অন্যথায় উচ্চ আদালতে যাবো।
বাদ পড়াদের আরেকজন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর। বামজোট থেকে জিএস প্রার্থী বেনজীরের ভোটার তালিকায় নাম নেই উল্লেখ করে তালিকা থেকে বাদ দেওয়া হয়। আপিলের পর বাংলানিউজকে তিনি বলেন, ভিসি স্যার বিষয়টি বস্তুনিষ্ঠ ভাবে দেখবেন বলেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসকেবি/ওএইচ/