শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ক্ষুদে চিসিৎসকদের নিয়ে আয়োজিত জেলা অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।
এ কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীর ওজন, উচ্চতা এবং ৬ ফুট দূরত্বে বিভিন্ন আকারের অক্ষর লেখা বোর্ড রেখে তা পড়ানোর মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হবে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রিপন কুমার মোদক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম।
কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজার রহমান ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ। এছাড়া সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রত্যেকটি ক্লাস থেকে বাছাই করে ৩ জন করে শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে ক্ষুদে চিকিৎসক বানানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া সহজতর হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এফইএস/ওএইচ/