বৃহস্পতিবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি পদপ্রার্থী নূরুল হক নূর এ ইশতেহার তুলে ধরেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেসব ২৮টি মৌলিক সমস্যা আমরা চিহ্নিত করেছি।
ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের জন্য ডাকসুর ‘সেবা ডেস্ক’ চালু করা; মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ে লিবারেশন ওয়ার স্টাডিজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা; হলগুলো থেকে বহিরাগত ও অছাত্রদের বিতাড়িত করে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের বৈধ সিট প্রাপ্তির উদ্যোগ নেওয়া; বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনে খাবারের গুণগত মান নিশ্চিত করা এবং ন্যায্যমূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিগুণসমৃদ্ধ খাবার নিশ্চিত করা; জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শাস্তিমূলক ব্যবস্থা করা; কেন্দ্রীয় খেলার মাঠের বাণিজ্যিক ব্যবহার সীমিত করা; মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া; মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করা; নামে-বেনামে নেওয়া বিবিধ ফি বন্ধ করা; সাত কলেজের অধিভুক্তি সমস্যার যৌক্তিক সমাধান; ক্যাম্পাসের অভ্যন্তরে ফার্মেসি স্থাপন করা; বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও পরিবহন ও রুটের সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি।
কোটা আন্দোলনকারীদের প্যানেল- ভিপি- নুরুল হক নূর, জিএস- মুহাম্মদ রাশেদ খান, এজিএস- ফারুক হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- নাজমুল হুদা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক- শেখ এমিলি জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক- আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক- নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক- মামুনুর রশীদ মামুন, ছাত্র পরিবহন সম্পাদক- রাজিবুল ইসলাম, সমাজসেবা সম্পাদক- আকতার হোসেন।
**ডাকসু নির্বাচন: ইশতেহার ঘোষণা করলো ছাত্র ফেডারেশন
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসকেবি/এসএইচ