ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক-ইবতেদায়িতে প্রথম দিন অনুপস্থিত ১৪৩৯৫৭ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
প্রাথমিক-ইবতেদায়িতে প্রথম দিন অনুপস্থিত ১৪৩৯৫৭ জন

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার প্রথম দিন এক লাখ ৪৩ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

প্রথম দিন রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুরে ১টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

 

পরীক্ষা শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিক শিক্ষা সমাপনীতে প্রথম পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৭ হাজার ৬০২ জন। এরমধ্যে ৫২ হাজার ৩৩৪ জন এবং ছাত্রী ৪৫ হাজার ২৬৮ জন। তবে কোনো পরীক্ষার্থী বহিস্কার হয়নি।  

এদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৪৬ হাজার ৩৫৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ২৭ জন এবং ১৮ হাজার ৩২৮ জন ছাত্রী অনুপস্থিত ছিল।  

ইবতেদায়ি পরীক্ষায় রংপুর বিভাগে ১০ জন পরীক্ষার্থী এবং ঢাকা বিভাগে একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের জন্য রহিস্কার করা হয়েছে।  

এবার সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সারাদেশে ৭ হাজার ৪৫৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।