ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
লক্ষ্মীপুরে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই লক্ষ্মীপুরে নতুন শিক্ষাবছরে বই তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: নতুন শিক্ষাবর্ষে সারাদেশের মতই লক্ষ্মীপুরে শুরু হয়েছে বই উৎসব। এবছর জেলায় প্রাথমিক ও মাধ্যমিকের ৪ লাখ ৭৩ হাজার ৯৫০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই । 

বুধবার (১ জানুয়ারি) জেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ। বছরের প্রথমদিন নতুন বই পেয়ে আনন্দ মেতেছে শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

কালেক্টরেট স্কুলের বই উৎসবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল প্রমুখ।

এদিকে, কাকলি শিশু অঙ্গনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পি পাল।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় ১০৭৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের দুই লাখ তিন হাজার ৯৫০ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে। এ পাঁচ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০০ শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ ৭০ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।