ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যুগোপযোগী শিক্ষা বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
যুগোপযোগী শিক্ষা বিষয়ক কর্মশালা

ঢাকা: যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে শিক্ষা পদ্ধতি, পাল্টে যাচ্ছে শিক্ষা উপকরণ। ভবিষ্যতের শিক্ষা নিয়ে তাই চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ অবস্থায় রাজধানীতে আয়োজন করা হয়েছে, ‘ফিউচার অব লার্নিং ইন্ডাস্ট্রি’ শীর্ষক কর্মশালার। 

ফেইথ ওভারসিস ও ভারতের জেইন ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বেঙ্গালুরুর জেইন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. চেনরাজ রয়চাঁদ।

 

রাজধানীর হোটেল রেডিসনের বলরুমে শনিবার (১১ জানুয়ারি) রাতে এ কমর্শালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।  

অংশ নিবেন ২০১৯ সালে এসএসসি পাস করা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।