রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের একটি হলের ভোট গণনা শেষ হয়েছে। মুন্নুজান হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় মুন্নুজান হলের ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৯৭২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নুর উদ্দিন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।
জিএস পদে ৮৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট। এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ৮৯ ভোট।
এজিএস পদে ৫৫৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।
এসসি/এমইউএম/এসআরএস