ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে প্রতিটি বিভাগে পৃথকভাবে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২১-২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩টি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন।



ভর্তি পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ২০ জানুয়ারি ভর্তি কার্যক্রম শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।