মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা থেকে নিজ বিভাগের সামনে এ ধর্মঘট শুরু করে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চার বছরের মধ্যে অনার্স শেষ হওয়ার কথা থাকলেও ছয় বছরের মাথায় আমরা অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি।
তারা জানান, এর আগে অনেক আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তারা আন্দোলনে নেমেছেন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানিয়ে তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমরা ফলাফল চাই। ফলাফল পেলেই আমরা আন্দোলন প্রত্যাহার করবো।
ফলাফল প্রকাশ না হলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন ধর্মঘটে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এবি