মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কবির আহমদ বলেন, এবার শারীরিক, শ্রবণ প্রতিবন্ধী ও আর্টিস্টিক ২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আবেদন করেছেন। অবশ্য এ সংখ্যা আরও বাড়তে পারে। মানবিক কারণে তাদের আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন। এরমধ্যে ছাত্র ৪৯ হাজার ৯৫৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৬৩০, মানবিক বিভাগে ৮৪ হাজার ৫২৩ ও ব্যবসা শাখায় ১০ হাজার ২১৭ জন পরীক্ষার্থী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এনইউ/ওএইচ/