ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্কুলের নাম ‘মানুষমারা’ থেকে ‘মানুষগড়া’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
স্কুলের নাম ‘মানুষমারা’ থেকে ‘মানুষগড়া’ 

ঢাকা: বিদ্যালয়ের নামের আগে ‘মানুষমারা’ যুক্ত থাকায় দীর্ঘদিনের সমালোচনার অবসান ঘটালো সরকার। ওই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘মানুষগড়া’ রাখা হয়েছে।

নীলফামারী জেলার সদর উপজেলার ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নাম পরিবর্তন করে সম্প্রতি ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামকরণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর, নীলফামারী জেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) উপসচিব জাহানারা রহমান বাংলানিউজকে বলেন, বিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য নীলফামারী জেলা প্রশাসন, শিক্ষা অফিস সম্মিলিতভাবে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছিল। তার প্রেক্ষিতে নাম পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।