ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত ৬৭৪ জন, বহিষ্কার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
যশোর বোর্ডে ইংরেজি প্রথমপত্রে অনুপস্থিত ৬৭৪ জন, বহিষ্কার ৫

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ইংরেজি ১ম পত্রে ৬৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইংরেজি প্রথমপত্রে ১ লাখ ৫২ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫২ হাজার ১২৫ জন। এছাড়া পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইংরেজি প্রথমপত্র বিষয়ের পরীক্ষা শুরু হয়। এদিন এ বোর্ডের ১০ জেলায় বিভিন্ন কেন্দ্রে মোট ৬৭৪ জন অনুপস্থিত ছিল। এছাড়া কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে খুলনা জেলার বেলফুলিয়া কেন্দ্রে ১ জন ও শিয়ালী কেন্দ্রে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
ইউজি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।