ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রেসিডেনসিয়াল কলেজে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
রেসিডেনসিয়াল কলেজে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাঁচ দিনব্যাপী ৬০তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, ছাত্র, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রং-বেরংয়ের পতাকা, বেলুন, ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয় কলেজ প্রাঙ্গণ। সবুজ-শ্যামলিমাময় সুবিশাল কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়।  

প্রতিযোগিতায় কলেজের সাতটি হাউসের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তব্য, গল্প বলা, একক অভিনয়, দলীয় অভিনয়, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সঙ্গীত, পল্লীগীতি এবং চারু ও কারুকলা বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।

আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।