ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
শাবিপ্রবিতে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সেলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক অধ্যাপক মাছুমা হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা শিক্ষক হিসেবে সেরাদের নিয়োগ দিয়েছি। শিক্ষকদের দেখে শিক্ষার্থীরা শেখে। তাই শিক্ষকদের ভালো হতে হবে। এজন্য তাদের ক্ষেত্রে প্রয়োজন কার্যকরী প্রশিক্ষণ। শিক্ষকদের সবসময় সময়ানুবর্তী হতে হবে। শিক্ষকদের উচিত, শিক্ষার্থীদের ক্ষেত্রে বৈষম্য ও হয়রানি না করা।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, গুণগত মানের শিক্ষক হতে হলে সবার আগে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। তরুণ শিক্ষকদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে। কারণ তাদের মেধা, শক্তি ও কাজের প্রতি আগ্রহ অনেক বেশি থাকে।

অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর প্রায় সাত লাখ গ্র্যাজুয়েট বের হয়। তাই তাদের উপযুক্ত করে গড়ে তুলতে দক্ষ শিক্ষকের প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।