ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসির নতুন সদস্যের শপথ বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
পিএসসির নতুন সদস্যের শপথ বৃহস্পতিবার

ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা সরকারের সচিব ও এন সিদ্দিকা খানমের শপথ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

ওইদিন বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তার শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে এন সিদ্দিকা খানমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।