ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববির আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ববির আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শের-ই-বাংলা হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ববির শের-ই-বাংলা হলের প্রভোস্ট মু. ইব্রাহিম মোল্লা এ তথ্য জানান।

তিনি জানান, শের-ই-বাংলা হলে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নির্যাতনের ঘটনায় জরুরি সভা ডাকা হয়।

বুধবার দুপুরে এই সভা শুরু হয় চলে বিকেল পর্যন্ত। সভায় উপস্থিত সব আবাসিক শিক্ষকদের ঘটনার বিষয়ে অবহিত করা হয়। এরপর আবাসিক শিক্ষক ইয়াসিফ আহমদ ফয়সলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- একই হলের আবাসিক শিক্ষক মো. সোহেল রানা ও মো. সাইফুল ইসলাম। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে বুধবার বিকেলে সন্ত্রাসী হামলায় দোষিদের দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে আহত চার শিক্ষার্থীর পক্ষে দুপুরে সহপাঠীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে শের-ই-বাংলা হলে মঙ্গলবার দিনগত রাতে নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী শাহজালাল প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।

** ববিতে প্রতিপক্ষের হামলায় আহত ৪
** ববির হলে ছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।