রোববার (৩১ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার বিষয়ভিত্তিক পরিক্ষার্থীরা ভালো ফলাফল করায় পাসের হার প্রায় ৮ শতাংশ বেড়েছে। সেইসঙ্গে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাটাও বেড়েছে।
তিনি বলেন, ২০১৯ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ ছিল ২ হাজার ৭৫৭ জন। আর এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৮৩ জন।
বোর্ডের অধীনে চার জেলায় ফলাফলে এবারও এগিয়ে রয়েছে সিলেট জেলা। গড় ফলাফলে হাওরাঞ্চল অধ্যুষিত সুনামগঞ্জের পেছনে রয়েছে হবিগঞ্জ। বোর্ডের অধীনে মোট পরিক্ষার্থী ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ১০৪ জন। এরমধ্যে ছেলে ৪৯ হাজার ৮৬১ ও মেয়ে ৬৬ হাজার ২৪৩ জন। পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন। পাসকৃতদের মধ্যে ছেলে ৩৯ হাজার ৫০৪ ও মেয়ে ৫১ হাজার ৯৭৬ জন। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ।
বোর্ডের অধীনে ৪ জেলার মধ্যে সিলেট জেলায় ৪৩ হাজার ৬১৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এরমধ্যে পাস করেছে ৩৫ হাজার ৩০৭ জন। পরীক্ষায় অংশ নেওয়া ১৮ হাজার ৮০১ জন ছেলেদের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৩৫২ জন। জেলায় ২৪ হাজার ৮১২ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৯৫৫ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ছেলে ১ হাজার ৫৩ জন ও মেয়ে ১ হাজার ১২৭ জন। সিলেট জেলায় গড় পাসের হার ৮০ দশমিক ৪২। এরমধ্যে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৯৬ ও মেয়েদের ৮১ দশমিক ৬৬ শতাংশ।
হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৬ হাজার ৮৪৮ জন। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৯৭৮ জন ছেলেদের মধ্যে পাস করেছে ৭ হাজার ২৬৩ জন। জেলায় ১৩ হাজার ১৮৮ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৫৮৫ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ছেলে ২৯০ জন ও মেয়ে ৩১৫ জন। পাসের হার ৭২ দশমিক ৬৮ শতাংশ। এরমধ্যে ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৭৩ ও মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৭৯ শতাংশ।
মৌলভীবাজার জেলায় ২৪ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৯ হাজার ৭৩১ জন। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৮৯১ জন ছেলেদের মধ্যে পাস করেছে ৮ হাজার ১৮৫ জন। জেলায় ১৪ হাজার ৫০৪ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৫৪৬ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ছেলে ৫২৭ জন ও মেয়ে ৫৩৮ জন। এ জেলায় পাসের হার ৭৯ দশমিক ৬১ শতাংশ। এরমধ্যে ছেলে ৮০ দশমিক ৮৮ মেয়ে ৮২ দশমিক ৭৫ শতাংশ।
হাওরাঞ্চল অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় ২৪ হাজার ৯৩০ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৯ হাজার ৫৯৪ জন। পরীক্ষায় অংশ নেওয়া ১১ হাজার ১৯১ জন ছেলেদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৭০৪ জন। জেলায় ১৩ হাজার ৭৩৯ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৮৯০ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ছেলে ২১১ জন ও মেয়ে ২০২ জন। এ জেলাতে পাসের হার ৭৯ দশমিক ২৬ শতাশ। এরমধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৬০ ও মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ৩১, ২০২০
এনইউ/আরবি/