রোববার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শামসুন নাহার হল প্রভোস্ট বাংলো সংলগ্ন সড়কদ্বীপে বেগুনি রঙের জারুল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে জারুল ছাড়াও কৃষ্ণচূড়া, কাঞ্চন, টগর, জবা ইত্যাদি শোভা বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসকেবি/এইচএডি