ঢাকা: করোনা পরিস্থিতির মধ্যেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক হস্তান্তর করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানান।
তিনি জানান, অনুদান বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো হস্তান্তর করা হয়েছে।
আগামী ১০ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমআইএইচ/এসআই