ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইনস্টিটিউশনাল ইমেইল আইডি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
ইনস্টিটিউশনাল ইমেইল আইডি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষকদের পর এবার ইনস্টিটিউশনাল ইমেইল আইডি পাচ্ছেন শিক্ষার্থীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ইনস্টিটিউশনাল ইমেইল আইডি দেওয়ার  কার্যক্রম পরিচালনার অনুমতি দেন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি এবং উইকএন্ড কোর্সের শিক্ষার্থীরা ইনস্টিটিউশনাল ইমেইল আইডির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের httpswww.juniv.edustudent-emailapply ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তথ্য যাচাই শেষে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ইমেইল আইডি দেওয়া হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. শরীফ উদ্দিন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আগে থেকেই এই ইমেইল আইডি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। শিক্ষকদের পাশাপাশি এবার শিক্ষার্থীরাও এ সুযোগ পাচ্ছেন।

এই ইমেইল আইডির মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, স্কলারশিপ, রিসার্চ পেপার পাবলিশ, সহজে ফান্ডিংসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ০৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এসই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।