ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
মাধ্যমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৫৫ জন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর নিয়োগের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয় এবং আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন। এমসিকিউ পরীক্ষায় মোট ৭ হাজার ১৬১ জন প্রার্থী উত্তীর্ণ হন।

প্রার্থীদের মৌখিক পরীক্ষা গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। সর্বমোট ১২টি বিষয়ে ২ হাজার ১৫৫টি পদের জন্য সুপারিশ করে ফল প্রকাশ করে কমিশন।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।