ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশেষ বিবেচনায় খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
বিশেষ বিবেচনায় খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

খুলনা: শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ ব্যাপারে পত্র দেওয়া হয়েছে।

শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান (রোল নম্বর ১৮১৯৫৭) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম (রোল নম্বর ১৭২৭০৭)।

২৬/০১/২০২১ তারিখে উক্ত শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১/১২/২০২০ তারিখে শৃঙ্খলা বোর্ড আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে।

শৃঙ্খলা বোর্ডের চিঠিতে বলা হয়, বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।