ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক মিরাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বশেমুরবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক মিরাজ সভাপতি তুহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. মিরাজ সিকদার

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তুহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে মো. মিরাজ সিকদার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটরিয়া ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্লানিং অফিসার তুহিন মাহমুদ ও প্রশাসনিক কর্মকর্তা মো. মিরাজ সিকদার পরিষদ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

 

অপরদিকে মো. নজরুল ইসলাম (হীরা)ও ওয়ালিদ মিয়া পরিষদ থেকে তিনজন প্রার্থী নির্বাচিত হন।

সভাপতি পদে তুহিন মাহমুদ ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর পরিষদের সভাপতি প্রার্থী মো. নজরুল ইসলাম (হীরা) পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মিরাজ সিকদার পেয়েছেন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ালিদ মিয়া পান ৩৯ ভোট।  

তুহিন-মিরাজ পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. মুশিকুর রহমান কলিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সরাফত খান, এস এম মাহাবুবুল হাসান কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য হিসেবে তরিকুল ইসলাম, মাহাতাব উদ্দিন খান, মো. আশরাফুল ইসলাম, মশিউর রহমান, মো. আরিফুল হক (সাগর)

হীরা-ওয়ালিদ পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে চৌধুরী মনিরুল হাসান, অর্থ- সম্পাদক ফয়সাল আহমেদ ও দপ্তর সম্পাদক পদে মো. আতিকুর রহমান মুরাদ।

নির্বাচনে ৮৩টি ভোটের মধ্যে ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. এস্কেন্দার আলী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।