ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ১৮ মাসের হল ফি মওকুফ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
জাবিতে ১৮ মাসের হল ফি মওকুফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাবি: করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় ১৮ মাসের হল ফি মওকুফ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক মোহা. মুজিবুর রহমান জানান, করোনার কারণে গত ১৮ মাস বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ছিল। এরইমধ্যে অনেক শিক্ষার্থী বন্ধ থাকা সময়ের হল ফি পরিশোধ করেছেন। তাদের সেই টাকা ফেরত দেওয়া সম্ভব না। তবে আগামী ১৮ মাস তাদের হল ফি মওকুফ করা হয়েছে।

এর আগে গত ১৮ মাস হলে না থেকেও হল ফি পরিশোধ করা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ষদের সভা শুরু হয়। রাত পৌনে ২টার দিকে সভা শেষ হয়। সভায় আগামী ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করা হয়। এ সিদ্ধান্ত আগামী ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।