ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ইবিতে দুই প্রশাসনিক পদে দায়িত্ব গ্রহণ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, ডিসেম্বর ৬, ২০২১
ইবিতে দুই প্রশাসনিক পদে দায়িত্ব গ্রহণ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে অধ্যাপক ড. শামসুল আলম এবং প্রেস প্রশাসক হিসেবে সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিচতলায় প্রেস প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তারা।

 

সদ্য বিদায়ী প্রেস প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসক ড. সাজ্জাদ হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন৷ 

এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইন বিভাগের অধ্যাপক ড. শাজাহান মণ্ডল, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।  

পরে বেলা ১২টার দিকে শেখ হাসিনা হলের সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. শেলিনা নাসরীন নতুন নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।  

হলের হাউজ টিউটর শাহবুব আলমের সঞ্চালনায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অনেকে।  

গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ওই দুই পদে তাদের নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।