ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মিরসরাই আল-আমিন স্কুল থেকে ৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
মিরসরাই আল-আমিন স্কুল থেকে ৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ঢাকা: মিরসরাইয়ে আজমপুরের আল-আমিন আইডিয়্যাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এরা হচ্ছে ট্যালেন্টপুলে মিনহাজুল ইসলাম ও মোহাম্মদ আইনুল আহসান এবং সাধারণ গ্রেডে আতাউর রহমান রাকিব।



স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৬ সাল থেকে এই স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিবছরই শতভাগ শিক্ষার্থী এ পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে।

এদিকে ৩ শিক্ষার্থীর বৃত্তি প্রাপ্তি উপলক্ষ্যে বুধবার আজমপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে শিক্ষার্থী-শিক্ষার্থীরা। এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে স্কুল কর্তৃপক্ষ।


বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।