ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

হাইমচরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
হাইমচরে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান গাজীকে পরাজিত করে ১০৭ ভোটে জয়লাভ করেছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মামুন।

এ ইউনিয়নের মোট ভোটার ৩০৮৮ জন। সর্বমোট ৩টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে হাবিবুর রহমান গাজী পেয়েছেন ৯৫৫ ভোট ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ পেয়েছেন ১ হাজার ৬২ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান গাজী ও স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজেরর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।

নৌকা প্রতীক ভোট পেয়েছে ৯৫৫টি, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক পেয়েছে ১০৬২ ভোট, আনারস প্রতীক পেয়েছে ৯১ ও ঘোড়া প্রতীক পেয়েছে ৩৮টি ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ বলেন, আমি জনগণের ভোটে বিজয়ী হয়েছি। এ বিজয় আমার গাজীপুর ইউনিয়নবাসীর বিজয়। আজকে প্রশাসন একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছে। জনগণ ভোট দিতে পেরেছে বলেই আমি বিজয়ী হয়েছি। আমি প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ জয়কে ইউনিয়নবাসীকে উৎসর্গ করলাম।

উপজেলা নির্বাচন অফিসার মো. শাহজাহান মামুন বাংলানিউজকে বলেন, সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলবাসীর জন্য ইভিএম নতুন হলেও তেমন কোনো সমস্যা হয়নি। নির্বাচনের বিষয়ে কোনো প্রার্থীর অভিযোগ ছিল না। অবাধ নিরপক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারায় আমি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।