গণভোট আদৌ হবে কি না এমন সংশয় প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই নেই।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসির সঙ্গে বৈঠকে করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়েছে। গণভোট নিয়ে ইসির ভাবনা কী জানতে চাইলে ইসি সচিব বলেন, এটার ব্যাপারে আমার কোনো বাড়তি মন্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। অনেকেই অনেক কথা বলেন, আপনারাও (সাংবাদিকরা) জানতে চান। যখন নির্বাচন কমিশন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেয় তখন জানানো হয়। গণভোটের ব্যাপারেও একই কথা যে, এটা যতক্ষণ পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই।
তিনি বলেন, ইসি আসলে নির্বাচনটা ব্যবস্থাপনা করে, সিদ্ধান্তটা প্রাসঙ্গিকভাবে অন্য জায়গা থেকে আসে। গণভোট জাতীয় সংসদ নির্বাচন থেকে আলাদা আর একসাথে, এটা তো প্রাসঙ্গিক না। বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত দেবে ইলেকশন কমিশন এক্সিকিউট করবে। গণভোটের ব্যাপারে সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে নিশ্চয়ই ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করবে। আমার বিশ্বাস এটা তখন সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা নিয়ে অনুমানের উপরে কথা বলাটা আমি মনে করি সমীচীন না।
ইসি সচিব আরও বলেন, একটা জিনিস বলি গণভোট হবে কি, হবে না, কখন হবে বা আদৌ হবে কি না—এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি। যেটা উপস্থাপিত হয়নি, সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই।
ইইউডি/এমজেএফ