ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইটিআইর সেই ডিজিকে অবসরে পাঠালো ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ইটিআইর সেই ডিজিকে অবসরে পাঠালো ইসি

ঢাকা: নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) সেই মহাপরিচালক (ডিজি) মোস্তফা ফারুককে অবসরে পাঠালো নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

 

এতে উল্লেখ করা হয়েছে- ফরিদপুর আঞ্চলিক কর্মকর্তা মোস্তফা ফারুককে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী, জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইটিআই ডিজি থাকাকালীন মোস্তফা ফারুকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে তাকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়।

জানা গেছে, ১৯৯৬ সালের জুনে মোস্তফা ফারুক নির্বাচন কমিশনে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
ইইউডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।