ঢাকা: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শাপলা প্রতীক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি পাবো।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করি আমরা পাবো। এটা না পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা পাইনি।
তিনি বলেন, ইসির দু'টো পথ খোলা আছে। ধানের শীষ, সোনালী আঁশ বাদ দিতে হবে। না হলে শাপলা দিতে হবে আমাদের। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না।
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর হবে তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা ভোটের দিন যাদের বয়স ১৮ হবে তারা যেন ভোট দিতে পারে সেটা বলেছি। প্রতীকসহ আরও কয়েকটি বিষয়টি নিয়ে কথা বলেছি।
যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় লীগের প্রধান এক সময় বাকশালে যোগ দিয়েছিলেন। ৯১ সালে তার মৃত্যুর পর কী করে দলের ধারাবাকিতা থাকে? দলের গঠতন্ত্র নেই, অফিসের ঠিকানা ঠিক নেই। কী করে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এর জবাব কী দেবেন- এমনটা আমরা বলেছি। তারা এরই মধ্যে বিষয়টি রিভিউ করার জন্য ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে অফিসার আগে ভুল বা মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।
ইইউডি/জেএইচ