ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি নির্বাচন

মেয়র পদে ৬ জনসহ ১৩৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ৪, ২০২৩
মেয়র পদে ৬ জনসহ ১৩৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ এ পর্যন্ত ১৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি জানান, এখন পর্যন্ত মেয়র পদে মোট ৬ জন প্রার্থী, কাউন্সিলর সাধারণ পদে ১০৫ জন এবং সংরক্ষিত আসনে ২৪ জন মনোনয়ন কিনেছেন।

৬ মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি মনোনীত ইকবাল হোসেন তাপস, আওয়ামীলীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সৈয়দ ফয়জুল করিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র সৈয়দ ইসাহাক, আলী হাওলাদার ও লুৎফর কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। বাছাই ১৮ মে। ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।