ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নায়ক ফারুকের শূন্য আসনে ভোট মধ্য জুলাই

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ২৭, ২০২৩
নায়ক ফারুকের শূন্য আসনে ভোট মধ্য জুলাই ফটো সংগৃহীত

ঢাকা: প্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ শূন্য আসনে উপ-নির্বাচন মধ্য জুলাইয়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সূত্রগুলো এমন তথ্য জানিয়েছে।

জানা গেছে, ২৫ মে অনুষ্ঠেয় এক বৈঠকে আসনটিতে ভোটের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে আগামী ৩০ মে অথবা ১ জুন তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে ১৭ জুলাইয়ের দিকে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝির দিকেই নির্বাচন হতে পারে। ওই নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকারের কিছু ভোটও হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আসনশূন্য ঘোষণার গেজেট আমরা সংসদ সচিবালয় থেকে পেয়েছি। নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জুলাইয়ে ভোট হতে পারে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের জারি করা আসনটি শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (ফারুক) ১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সংসদের কোনো আসনশূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।

দীর্ঘদিন ধরে রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে ১৫ মে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন ওই আসনের এমপি। ওই হিসাবে আসনটিতে উপ-নির্বাচন করতে হবে ১২ আগস্টের মধ্যে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সে সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে। অর্থাৎ আসনটিকে যিনি নির্বাচিত হবেন তিনি ছয় মাসের জন্য এমপি হবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।