ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন

জয়ের বিষয়ে আশাবাদী নৌকার আনোয়ারুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ২১, ২০২৩
জয়ের বিষয়ে আশাবাদী নৌকার আনোয়ারুজ্জামান

সিলেট: উৎসবমুখর পরিবেশে চলছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে সকাল ৮টা ২০ মিনিটের দিকে পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

এসময় তার সঙ্গে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। ভোট দেওয়া শেষে হাত উঁচিয়ে বিজয় নিশানা প্রদর্শন করেন তিনি।

নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আনোয়ারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশ অনেক ভালো। ইনশা আল্লাহ জয় হবে।

বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ১৯০ কেন্দ্রে একযোগে সিসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও মেয়র পদের জন্য লড়ছেন জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল), জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা, মো. শাহ জাহান মিয়া, মো. ছালাহ উদ্দিন এবং মো. আবদুল হানিফ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রের ১ হাজার ৩৬৪টি কক্ষে ভোট দেবেন চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার। এসব কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ১৯০ জন প্রিসাইডিং অফিসার, এক হাজার ৩৬৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুই হাজার ৭৩৪ পোলিং অফিসার।

কেন্দ্রগুলোতে স্থাপিত এক হাজার ৭৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।