ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনে বিদেশিদের বাধা দেওয়ার সুযোগ নেই: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
নির্বাচনে বিদেশিদের বাধা দেওয়ার সুযোগ নেই: ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

মেহেরপুর: কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা ঠিক হবে না -বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

শনিবার (১ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার বলেন, বিদেশিদের নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ নেই। তাই মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে সব দল অংশ নেবে।

সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহমেদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।