ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড প্রদান শুরু হবে আগামী মঙ্গলবার (১১ জুলাই)।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান পরীক্ষামূলক এই কার্যক্রমটির উদ্বোধন করবেন।
আগামী ১১ জুলাই আবুধাবি এবং ১৩ জুলাই দুবাইতে কার্যক্রমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে যাদের ভোটার কার্যক্রম সম্পন্ন হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে আবুধাবিতে বিতরণের জন্য ৪২টি এবং দুবাইতে বিতরণের জন্য ৮১টি স্মার্টকার্ড প্রস্তুত করা হয়েছে।
গত ১৮ মে সংযুক্ত আবার আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এনআইডি কার্যক্রম শুরু করে ইসি। এক্ষেত্রে যে সব নাগরিক ফরম পূরণ করেছিলেন, তাদের নিজ নিজ উপজেলা থেকে ফরমের দেওয়া তথ্য যাছাইয়ের পর এনআইডির জন্য অনুমোদন দিচ্ছে ইসি।
আমিরাতে এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে আরও ৪০টি দেশে এই কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
ইইউডি/এসআইএ