ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রেবেকা মমিনের আসনে ভোট ২ সেপ্টেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
রেবেকা মমিনের আসনে ভোট ২ সেপ্টেম্বর

ঢাকা: প্রয়াত সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের নেত্রকোনা-৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ জুলাই) কমিশন বৈঠক শেষে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচন হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

ইসি সচিব বলেন, এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নির্বাচনে ব্যালট পেপারে ভোট হবে। সিসিটিভি থাকবে না।

গত ১১ জুলাই রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ইইউডি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।