ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন: ভোটার তালিকায় ত্রুটি-বিচ্যুতি থাকলে দূর করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
সংসদ নির্বাচন: ভোটার তালিকায় ত্রুটি-বিচ্যুতি থাকলে দূর করার নির্দেশ

ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটার তালিকায় কোনো ক্রটি-বিচ্যুতি থাকলে তা দূর করার জন্য সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২ নভেম্বর ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করেছে সংস্থাটি।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী সম্প্রতি মাঠ পর্যায়ে নির্দেশনাটি পাঠিয়েছেন বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ের কার্যালয়ের পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ে ছবিসহ এবং ছবি ছাড়া ভোটার তালিকা সংরক্ষণের নিমিত্তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসনভিত্তিক ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকায় কোনো ত্রুটি-বিচ্যুতি নেই/সঠিক আছে এবং সব ভোটার এলাকা সঠিকভাবে সন্নিবেশিত আছে মর্মে নিশ্চিত হয়ে ছবিসহ একটি এবং ছবি ছাড়া একটি ভোটার তালিকার সিডি আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্যসহ নির্বাচন সহায়তা-২ শাখায় পাঠাতে হবে।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান শুক্রবার (১০ নভেম্বর) বলেছেন, নির্বাচন একেবারেই কাছে। আগামী এক সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও আগেরদিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্মতি দিয়েছেন। দ্রুত তফসিল ঘোষণা করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।