ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোলা-১: মনোনয়নপত্র জমা দিলেন তোফায়েল আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
ভোলা-১: মনোনয়নপত্র জমা দিলেন তোফায়েল আহমেদ ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি আরিফুজ্জামানের হাতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তোফায়েল আহমেদ

ভোলা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ দলের নেতারা।

এর আগে মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ওবায়দুল হক কলেজের মাঠে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে দলের হাজারো নেতা-কর্মীরা অংশ নেন।  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ আগামী ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।