ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফরিদপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ফরিদপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ৪ জন

ফরিদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে তিনটি আসন থেকে জাকের পার্টির তিনজন ও স্বতন্ত্র প্রার্থী একজন রয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।  

ফরিদপুর-১ আসনে জাকের পার্টির আব্দুর রউফ মোল্যা, ফরিদপুর-২ আসনে জাকের পার্টির মো. ফজলুল হক, ফরিদপুর-৪ আসনে জাকের পার্টির রবিউল ইসলাম এবং ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম কৃক মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আর প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ফরিদপুর-১ আসনে পাঁচজন, ফরিদপুর-২ আসনে তিনজন, ফরিদপুর-৩ আসনে পাঁচজন এবং ফরিদপুর-৪ আসনে পাঁচজন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।