ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সালথায় নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ, নৌকার সমর্থককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
সালথায় নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ, নৌকার সমর্থককে জরিমানা

ফরিদপুর: আচরণবিধি লঙ্ঘন করে ফরিদপুরের সালথায় নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করায় মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) নামে নৌকার এক সমর্থককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  


রোববার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাহিরদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন সালথার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযানকালে সহায়তায় ছিলেন সালথা থানার পুলিশ সদস্যরা।

জরিমানাপ্রাপ্ত মঞ্জুরুল বাহিরদিয়া গ্রামের মো. বাদশাহ মোল্লার ছেলে এবং তিনি রামকান্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার।  

ফরিদপুর-২ আসনের (সালথা-নগরকান্দা) নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর (এমপি) সমর্থক মঞ্জুরুল।  

ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।