ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন ইস্যুতে কূটনীতিকদের ব্রিফিং শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
নির্বাচন ইস্যুতে কূটনীতিকদের ব্রিফিং শুরু ইসির ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেল তিনটা থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ব্রিফিং শুরু হয়।



ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন। এছাড়া ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন তাদের ব্রিফিং করছেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য এ ব্রিফিং আয়োজনে সহায়তা করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪,২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।