ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কাউখালীতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
কাউখালীতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলার কয়েকটি এলাকায় সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে।  

রোববার (০৭ জানুয়ারি) দুপুরে এমন অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী।


 
তিনি বলেন, উপজেলার কলাপাড়া, নিম্ন কচুছড়ি, বরমাছড়ি, পানছড়ি, নাভাঙ্গা এলাকার সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে এবং ভোট দিতে বাঁধা দিচ্ছে সন্ত্রাসীরা। বরমাছড়িতে নির্বাচন কর্মকর্তাদের জন্য নির্ধারিত খাবারের দোকান বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।  

এসব ঘটনার জন্য তিনি প্রসীত গ্রুপের ইউনাইটেড পিপিলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।