ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন ও ইসি

ভোটে এক লাখ সেনা মোতায়েন হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, অক্টোবর ২০, ২০২৫
ভোটে এক লাখ সেনা মোতায়েন হবে আখতার আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মোতায়েন থাাকবে। সবচেয়ে বেশি থাকবে আনসার বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।

তিরি বলেন, সশস্ত্র বাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের অধীন না কি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিয়োগ হবে তা এখনো ঠিক হয়নি। আরপিও সংশোধন হয়ে এলে বলা যাবে।

ভোটে আনসারের পাঁচ লাখ বা তার কিছুটা বেশি সদস্য মোতায়েন থাকবে। বিভিন্ন বাহিনী থেকে বলা হয়েছে সর্বোচ্চ যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন করতে চায় ইসি। এই বৈঠকটি ছিল প্রাক নির্বাচনী আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।