ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি জালিয়াতি রোধে মাঠ কর্মকর্তাদের ৩ নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এনআইডি জালিয়াতি রোধে মাঠ কর্মকর্তাদের ৩ নির্দেশনা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধে মাঠ কর্মকর্তাদের তিনটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি শাখার প্রোগ্রামার সিফাত জাহান ইতিমধ্যে আঞ্চলিক, সিনিয়র জেলা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠিয়েছেন।

কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) পাসওয়ার্ড পলিসি আপডেট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, শক্তিশালী পাসপোর্ট দিতে হবে, প্রথমবার সিস্টেমে প্রবেশের ক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এছাড়া প্রতি ৪৫ দিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

এনআইডি জালিয়াতি রোধে সময় সময় নানা নির্দেশনা দিচ্ছে ইসি।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
ইইউডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।