ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

৪০ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা অফিসার পদে পদোন্নতি দিল ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৩, আগস্ট ২৭, ২০২৪
৪০ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা অফিসার পদে পদোন্নতি দিল ইসি

ঢাকা: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যেই অনেকে ১৯ বছর ধরে বঞ্চিত ছিলেন।

সম্প্রতি বাংলানিউজে ‘ইসিতে পদোন্নতি বঞ্চিতদের ক্ষোভ’ শিরোনামে নিউজের পর এ সিদ্ধান্ত নিলো সংস্থাটি।

কর্মকর্তারা জানিয়েছেন, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে অনেকেই ২০০৫ সালে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে অনেকে ইসিতে, কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।

ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্তরা স্ব-স্ব দপ্তরেই নিযুক্ত থাকবেন।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।