ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ছাত্র আন্দোলনে ক্ষতি নিরূপণে ছয় কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ছাত্র আন্দোলনে ক্ষতি নিরূপণে ছয় কমিটি গঠন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ছয়টি কমিটি গঠন করল নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলো আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব অফিসগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।

কমিটির কার্য পরিধি:

ক) ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা।
খ) আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলোর মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা।
গ) প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ।
ঘ) সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।

ছয়জন উপ-সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ছয়টি কমিটি। ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।