ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক কাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, নভেম্বর ১৯, ২০২৪
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসির বৈঠক কাল ইসি

ঢাকা: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সংস্থাটির উপসচিব মো. হেলাল উদ্দিন খানের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বুধবার (২০ নভেম্বর) দুপুর একটায় বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে বৈঠকে ১৫ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

এছাড়া সংস্কার কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের সঙ্গে বৈঠক করবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক ছাড়াও ই-মেইল, ফেসবুক, ওয়েবসাইটের মাধ্যমেও মতামত নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯,২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।